জেনারেল হাসপাতালে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

| শুক্রবার , ৯ জুলাই, ২০২১ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লাহ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সম্মুখে ও করোনা আইসোলেশন সেন্টারের সামনে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বুথের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, কাউন্সিলর জহরুর লাল হাজারী, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, হোসাইন আহমেদ রুবেল। এ সময় সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন-করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কোন বিকল্প নেই। এই দুটি প্রয়োজনীয় জিনিস সাধারণ জনগণের কাছে সহজলভ্য করতে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলে মনে করি। এ সেবামূলক কার্যক্রমের ফলে জনগণ করোনা থেকে অনেকাংেেশ রক্ষা পাবে। হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, শিক্ষা উপমন্ত্রীর পরামর্শে মহামারীর শুরু থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই করোনা প্রতিরোধক বুথ গড়ে তুলেছি। দেশের ৬৪টি জেলায় এই বুথ ছড়িয়ে দেওয়া আমাদের লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩০০ পরিবারে স্ট্যান্ডার্ড ব্যাংকের ত্রাণ সহায়তা
পরবর্তী নিবন্ধমোহাম্মদ জসীম