নগরীর আন্দরকিল্লার অদূরে মূল সড়কের পাশেই চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। হাসপাতালের সামনে মূল সড়কেই প্রতিদিন জমা হয় ময়লার স্তূপ। হাসপাতাল প্রশাসনের দাবি-হাসপাতালের পক্ষ থেকে ওই স্থানে কোনো ময়লা-আবর্জনা ফেলা হয় না। প্রতিদিন রাত ১১টা/১২টার দিকে পার্শ্ববর্তী বিভিন্ন হোটেল-রেস্টুরেন্ট ও দোকান থেকে এই স্থানে ময়লা ফেলা হয়। আর সকাল হতে না হতেই সেটি ময়লার স্তূপে রূপ নেয়। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক রোগী জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন। সেবা নিতে আসা এসব রোগীসহ মূল সড়ক দিয়ে যাতায়াত করা অনেক মানুষ এই পথ দিয়ে নাক চেপে চলাফেরা করেন।
এই স্থানে ময়লা না ফেলতে সংশ্লিষ্ট হোটেল-রেস্টুরেন্ট ও দোকানদারদের অনেকবার অনুরোধ-নিষেধ করা হয় হাসপাতালের পক্ষ থেকে। স্থানীয় কাউন্সিলরের পাশাপাশি চসিক প্রশাসককেও বিষয়টি অবহিত করা হয়। সমপ্রতি জেলা স্বাস্থ্য পরিদর্শক এসে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করারও ঘোষণা দিয়ে যান। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। বন্ধ হচ্ছে না ময়লা ফেলাও।
বিভিন্ন দফতরসহ সংশ্লিষ্ট অনেককে বিষয়টি জানিয়েও কাজ হয়নি উল্লেখ করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ আজাদীকে বলেন, সমপ্রতি বিষয়টি আমরা লিখিতভাবে সিভিল সার্জনকে অবহিত করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি।
এদিকে হাসপাতাল প্রশাসনের চিঠির প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চট্টগ্রামের জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন সিভিল সার্জন। ২০ অক্টোবর লেখা এ চিঠিতে হাসপাতালটি চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ও কোভিড-১৯ (করোনা) ডেডিকেটেড হাসপাতাল উল্লেখ করে জনস্বার্থ বিবেচনায় হাসপাতালের সামনে ময়লা ফেলে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।