জেনারেটর সংকটে চালু হয়নি বিআইটিআইডির আইসিইউ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালের ৫ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা যায়নি। জেনারেটর সংকটে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে না পারায় আইসিইউ চালু করা সম্ভব হয়নি। আইসিইউ চালু না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশিদ।
তিনি বলেন, করোনার শুরু থেকে হাসপাতালে আসা রোগীদের নমুনা সংগ্রহের পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অঙিজেন সংকট তীব্র হলে তাদের চট্টগ্রামের অন্য হাসপাতালে পাঠানো হতো। এ সমস্যার সমাধানে হাসপাতালে ৫ শয্যার আইসিইউ চালু করা হলেও জেনারেটর সংকটের কারণে কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। আইসিইউর নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে বিদেশ থেকে জাহাজে করে জেনারেটর আনা হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালে জেনারেটর এসে পৌঁছাবে বলেও আশাবাদী তিনি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে পাহাড় ধসে ৫টি দোকান খাদে