জেদ্দা যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা গ্রেপ্তার

| শনিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে জেদ্দা যাওয়ার পথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার আসাদ উল্লাহ (৩৩) উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প থাকতেন। খবর বিডিনিউজের।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, আসাদ উল্লাহ উখিয়া থানার একটি হত্যা মামলার আসামি। তিনি জেদ্দা পালিয়ে যাবার চেষ্টা করেছিলেন। সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে জেদ্দা যেতে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদের কাছে পাওয়া বাংলাদেশি পাসপোর্ট জব্দের কথাও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ‘ওরা কেউ কিছু বলছে না’
পরবর্তী নিবন্ধষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই বই প্রত্যাহার