জেগে ওঠো ভয়ংকর এই শীতনিদ্রা ঝেড়ে
ঐ দেখো দানোর এটম আসছে কেমন তেড়ে
ফুৎকারে তার মানব এখন বড্ড অসহায়
বিশ্ববিবেক বলতে বুঝি কোনো কিছু নাই।
যার আছে এই এটম দানব নাই তার বোধ
থামাতে চাও ওদের থাবা?
– এটমই তার রোধ;
ওদের ভয়ে দেখো বিশাল জাতিসংঘ কাঁপে
বসুধাও ঠিক যাচ্ছে গলে ওদের ভয়াল ভাপে।
বাঁচতে চাইলে অসার চিন্তা ছলাৎ ছেড়ে দাও
শক্তির এই মহাযজ্ঞ কবুল করে নাও
এটম বলে বলীয়ান হও — নিরাপদে থাক;
অসুর রুখে বসুর বুকে শান্তি –সুধা মাখ।