জেকেএ বাংলাদেশের সভা অনুষ্ঠিত

| মঙ্গলবার , ১২ নভেম্বর, ২০২৪ at ৫:৩৪ পূর্বাহ্ণ

জাপান কারাতে এসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের বার্ষিক কাউন্সিল সভা গত ৮৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সভাপতিত্ব করেন জেকেএ বাংলাদেশের প্রতিনিধি ও ট্যাকনিকাল ডিরেক্টর টুলু উশ শামস। কাউন্সিলের প্রথম দিনে ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক রতন তালুকদারকে চেয়ারম্যান, উদয় শংকর পাল মিঠুকে সাধারণ সম্পাদক, ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির ব্যবস্থাপনা পরিচালক তীর্থ তালুকদারকে যুগ্ম সম্পাদক এবং মো. ইব্রাহিমকে যুগ্ম সম্পাদক করে জেকেএ বাংলাদেশের কার্যকরী পরিষদ পুনঃগঠন করা হয়। কাউন্সিলের দ্বিতীয় দিনে জেকেএ এর ঐতিহ্যবাহী শবু ইপ্পন প্রতিযোগিতার নিয়মকানুনের উপর রেফারি প্রশিক্ষণ প্রদান করা হয়। এবারের কাউন্সিলে জেকেএ বাংলাদেশের অধীনস্থ ২৪টি কারাতে ক্লাবের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের কাউন্সিলে জেকেএ বাংলাদেশের আগামী এক বছরের কর্মপরিকল্পনার রূপরেখা প্রণয়ন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআজ ও কাল কে ডি প্রভাতী ক্লাব ফুটবলের ২টি সেমিফাইনাল
পরবর্তী নিবন্ধআচার-আচরণ ভালো নয় গম্ভীরের বললেন মাঞ্জরেকার