জেকেএ বাংলাদেশের জাতীয় কারাতে ক্যাম্প সমাপ্ত

| শনিবার , ১ জুন, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

জাপান কারাতে এসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক সহযোগীতায় সফলভাবে সমাপ্ত হলো বার্ষিক প্রশিক্ষণ কর্মশালা গত ২২ মে কক্সবাজারে উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ সূচনা হয়। এরপর ২৩ মে থেকে ২৫শে মে উক্ত কর্মশালা ঢাকা অঞ্চলে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ২৬ মে চট্টগ্রামের রাইফেল ক্লাবে কর্মশালাটি শুরু হয়ে ৩০ মে কর্মশালাটির পরিসমাপ্তি হয়। কর্মশালাটিতে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ব বরেণ্য কারাতে প্রশিক্ষক ও জেকেএর সাবেক বিশ্বচ্যাম্পিয়ন কাতসুতোশী শিনা (৮ম ড্যান)। ৩ অঞ্চল মিলিয়ে কর্মশালাটিতে অংশ নেয় ৭শতাধিক প্রশিক্ষণার্থী। এছাড়াও কর্মশালাটিতে ড্যান গ্রেডিং পরীক্ষায় অংশ নেয় ৬৮ জন কারাতেকা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ..ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা।

পূর্ববর্তী নিবন্ধচাইনিজ তাইপের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা
পরবর্তী নিবন্ধ৫ মাসে তৈরি হলো বিশ্বকাপের স্টেডিয়াম মাঠে নেমে শান্ত বললেন অবিশ্বাস্য