জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

| বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৪:৪৩ পূর্বাহ্ণ

এসএসসি ও এইচএসসি পরীক্ষা হলেও মহামারীর মধ্যে চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান। খবর বিডিনিউজের।
মন্ত্রী বলেন, এখন এসএসসি-এইচএসসি একদম সামনে। আমাদের সব প্রস্তুতি আছে। কিন্ত আমাদের মনে হয় না জেএসসি নেওয়ার মতো খুব একটা সুযোগ থাকছে। অন্যান্য শ্রেণীর মতো অষ্টম ও পঞ্চম শ্রেণীতে ক্লাস শেষে মূল্যায়ন হবে বলে জানান তিনি।
তিনি বলেন, ক্লাস সমাপনী সেটা তো আমাদের হতেই পারে। সেটা সব শ্রেণীর মতোই অষ্টম শ্রেণীতে হবে, পঞ্চম শ্রেণীতেও হবে। কিন্তু সেটা পিইসি-জেএসসি সে রকম করে হবে না। সকল শ্রেণীতে সমাপনী ও মূলায়ন, সেটি হচ্ছে এবং হবে।
এবার পিইসি পরীক্ষা হবে কিনা-সাংবাদিকরা জানতে চাইলে দীপু মনি বলেন, সেটা তো প্রাথমিকের মন্ত্রী বলবেন। তবে সেটাও সম্ভবত হচ্ছে না। স্কুল-কলেজে শিক্ষার্থী কমে আসার বিষয়ে তিনি বলেন, আমাদের কিছুটা শিক্ষার্থী কমার একটা কারণ আছে, সেটা হলো যারা এবারের পরীক্ষার্থী, তারাই কিন্তু এসএসসি-এইচএসসি, তারাই কিন্তু প্রতিদিন ক্লাস করে আসছিল। এখন তাদের সংখ্যা কিন্তু ক্রমাগত কমে আসছে। তারা তাদের সিলেবাসটা কমপ্লিট করে ফেলেছে নানাভাবে। অনলাইনে, টেলিভিশনে, কেউ আবার নিজেরা করেছে, অ্যাসাইনমেন্টের মাধ্যমে করেছে। সে কারণে এখন এই প্রথম তিন সপ্তাহ আসার পরে এখন তারা একটু কম আসছে। এটা খুব স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচারের কারণে অনেক অভিভাবক ভয়ে তাদের সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধনির্মাণাধীন ভবনে খুন কেয়ারটেকার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসিএনজি রিফুয়েলিং স্টেশন ৪ ঘণ্টা বন্ধ থাকায় ব্যবহার বেড়েছে অকটেনের