জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডি চট্টগ্রাম বিভাগের (বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য জেলাসমূহ) প্রতিনিধি সভা আজ শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জেএসডি চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ মুজতবা কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ডা. জবিউল হোসেন ও মোহাম্মদ ইলিয়াস মিয়া, দলের সহসভাপতি সারোয়ার হোসাইন প্রমুখ। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রদেশ, স্বশাসিত স্থানীয় সরকারসহ সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ প্রণয়নের দাবিতে এই সভার আয়োজন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।