আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বৃহত্তর চট্টগ্রামে মনোনীত প্রার্থীদের সমন্বয় সভা গতকাল শনিবার সকালে নগরীর উত্তর নালাপাড়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. জবিউল হোসেন। প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম–১ আসনে জেএসডি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইউসূফ চৌধুরী, চট্টগ্রাম–২ আসনে মনোনীত প্রার্থী মো. ইয়াকুব (ফটিকছড়ি), চট্টগ্রাম–৫ আসনে (হাটহাজারী) মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, চট্টগ্রাম–৯ আসনে মনোনীত প্রার্থী শফিউল আলম খোকন, চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী ডা. জবিউল হোসেন, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ সাতকানিয়া) আসনের প্রার্থী প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম–১৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম–১৬ আসনের প্রার্থী আমানউল্লাহ খান, (কক্সবাজার–৩) আসনের প্রার্থী মো. সানাউল্লাহ, চট্টগ্রাম মহানগর জেএসডির আহ্বায়ক মোসতবা কামাল ও শ্যামল বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।












