জেএসডির দুই নেতাকে স্মরণ

| বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে জেএসডি উত্তর জেলার নেতা এম এম আবু সাঈদ ও মাস্টার মো. আব্দুল হালিমের শোক সভা গতকাল বুধবার নগরীর স্টেশন রোড বিআরটিসি মার্কেটে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাঈদ ও হালিম আমৃত্যু অংশীদারিত্বমূলক গণতন্ত্রে বিশ্বাসী এবং মুক্তিযুদ্ধের চেতনায় আস্থাশীল ছিলেন।

এতে সভাপতিত্ব করেন জেএসডির চট্টগ্রাম জেলা নেতা মোহাম্মদ ইসহাক চৌধুরী। মোহাম্মদ ইয়াকুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. জবিউল হোসেন, মুজতবা কামাল, শহিদুল ইসলাম রিপন, শফিউল আলম খোকন, মশিউর রহমান খান, রেজাউল করিম, অ্যাডভোকেট এ কে এম আবু ইউচুপ, আবু তাহের, নুর নবী চৌধুরী এবং এম এম আবু সাঈদের সন্তান এ এইচ এম শাহীন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনফস শয়তানকে মোকাবেলা ও আত্মশুদ্ধির মাধ্যমে দ্বীনের খেদমত করতে হবে
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২৮ কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন