পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ১১তম জাতীয় সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নেতৃত্ব পুরনোদের হাতেই রয়েছে। শুক্র ও শনিবার ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তম আন্দোলনে সামিল হউন’ স্লোগানে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এই সম্মেলন হয়। জেএসএসের প্রচার বিভাগের সজীব চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার রাতে জানানো হয়, জাতীয় সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), সহসভাপতি পদে ঊষাতন তালুকদার, সাধারণ সম্পাদক পদে প্রণতি বিকাশ চাকমা এবং সাংগঠনিক সম্পাদক পদে শক্তিপদ ত্রিপুরা নির্বাচিত হয়েছেন। এই কমিটি ২০১০ সালের নবম জাতীয় সম্মেলন থেকেই নেতৃত্বে রয়েছে। খবর বিডিনিউজের।