জেএসইউএসের কর্মী সম্মেলন

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

নতুন আশা উদ্দীপনা ও সম্ভাবনার দিগন্ত রেখা উন্মোচন করে মানবতার কল্যাণে এগিয়ে যাচ্ছে জেএসইউএস। দেশের নানা প্রান্তে জেএসইউএস তার কর্ম পরিধি বিস্তৃত করতে সমর্থ হয়েছে। নারী,শিশু, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, পরিবেশ সুরক্ষায় ইতিবাচকতা প্রমাণ করতে পেরেছে।

গত ১৪ জুলাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে ইস্যুভিত্তিক প্রশিক্ষণ, চলমান প্রকল্পভিত্তিক তথ্য উপস্থাপন, সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনার প্রাসঙ্গিক দিক নিয়ে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা ( জেএসইউএস) আয়োজিত কর্মী সম্মেলনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সহকারী পরিচালক শহীদুল ইসলামের সঞ্চালনায় ও সাঈদুল আরেফীনের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও সংস্থার কার্যক্রমের সূচনা করা হয়। বিকেলে সংস্থার অনুষ্ঠিত প্রকল্প ভিত্তিক তথ্য উপস্থাপন, সংস্কৃতি, মূল্যবোধ ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে বিভিন্ন সেশন কার্যক্রম পরিচালনা করেন সাঈদুল আরেফীন, শহীদুল ইসলাম, আরিফুল ইসলাম, মধু পুরোহিত, শারমীন পারভীন, মুনজিলুর রহমান, মো. মামুনুর রশিদ, মঈনুল আরেফীন। উপস্থিত ছিলেন বিপ্লব কান্তি বিশ্বাস, সুমন কান্তি দেব, রূপক কান্তি দাশ, সেলিম আল মামুন, মো. রুবেল, জাফরীন চৌধুরী, নাসরিন সুলতানা, মো. ফরহাদ হোসাইন, নাছিমা খাতুন, খেনি মারমা, এইচ এম আনজরুল হক, শান্তা মল্লিক, দীপিকা দাশগুপ্ত, মরজানা আক্তার, বাবুল দে, মো. রাশেদ আলী,অজিত দাশ, লায়লা আক্তার, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোহাম্মদ রমজান আলী, পার্বতী চক্রবর্তী, প্রবাল কান্তি দে, রুমা আক্তার, ম্মেদ জিসান খান, অরণ্য দেব চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়কে পটিয়ার প্রথম স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে
পরবর্তী নিবন্ধধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে পরিচালিত করে : এটিএম পেয়ারুল