জেএম সেন হলে রাস উৎসব শুরু

| শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত ঐতিহ্যবাহী জেএম সেন হলে চারদিনব্যাপী রাস উৎসব ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সন্ধ্যায় ১ম দিবসে সাধু ও বৈষ্ণব সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। উপস্থিত ছিলেন স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ, স্বামী লক্ষ্মী নারায়ণ কৃপানন্দ পুরী, স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ, স্বামী রামানন্দ পুরী মহারাজ, স্বামী বুলবুলানন্দ মহারাজ প্রমুখ। দামোদর সহস্র প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বক্তব্য রাখেন শ্যামল পালিত, অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সুজিত কুমার বিশ্বাস, অ্যাড. চন্দন তালুকদার, সাধন ধর, লায়ন পিন্টু দাশগুপ্ত, পরেশ চন্দ্র চৌধুরী, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, লায়ন দিলীপ কুমার ঘোষ, লায়ন ডা. বিধান মিত্র প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণায় ভালো করতে হলে সঠিক পদ্ধতি গ্রহণ জরুরি
পরবর্তী নিবন্ধমাছ ধরতে গিয়ে প্রায় কোটি টাকা মিলল পানির নিচে