জেএম সেন হলে রাস উৎসব আজ শুরু

| বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদযাপন পরিষদবাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাস মহোৎসব চারদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে আজ থেকে জেএম সেন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেআজ শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ভক্তি সঙ্গীতাঞ্জলি, মহানামযজ্ঞের অধিবাস, ধর্মমহাসম্মেলন, রাসবিহারী পূজা, ৬ ও ৭ নভেম্বর ষোড়শপ্রহরব্যাপী নামসংকীর্ত্তন ও লীলা প্রদর্শন। নামসংকীর্ত্তন পরিবেশন করবেনদ্বাদশ রাখাল সম্প্রদায় (পটুয়াখালী), নব দীপুশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ), তৃষ্ণা মাধুরী সম্প্রদায় (ভোলা), মা গৌরী সম্প্রদায় (কুষ্টিয়া), স্বামী জগদানন্দ সম্প্রদায় (চট্টগ্রাম)। ৮ নভেম্বর মহানামযজ্ঞের পূর্ণাহুতি। অনুষ্ঠানের প্রতিটি পর্বে ভক্তদের উপস্থিত থাকার জন্য জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. চন্দন তালুকদার ও সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপু এবং কার্যকরী সভাপতি আয়ান শর্মা ও কার্যকরী সম্পাদক বিপ্লব দে পার্থ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোষ্য কোটা শূন্য, নতুন হল, উন্নত যাতায়াত ও স্বাস্থ্যসেবা পরিকল্পনা
পরবর্তী নিবন্ধপটিয়া দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের অভিষেক