জেএম সেন হলে রাস উৎসব আজ শুরু

চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা

| রবিবার , ২৬ নভেম্বর, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদবাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত শ্রীশ্রী রাস মহোৎসব চারদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে জেএম সেন হলে আজ থেকে শুরু হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেশ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শনী, ষোড়শপ্রহরব্যাপী নামসংকীর্ত্তন ও মহাপ্রসাদ আস্বাদন। ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত মহারাজ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। উদ্বোধক থাকবেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রীয় ও সন্ন্যাসীবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে জাতিধর্ম নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন অনুরোধ জানিয়েছেন।

এদিকে, পটিয়া উপজেলার সুচক্রদন্ডী পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে ১৬তম রাস মহোৎসব উপলক্ষে মঙ্গলশোভাযাত্রা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। সঞ্জীব দাশের সভাপতিত্বে ও তাপস দে’র সঞ্চালনায় মঙ্গলশোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅপরাধ কমাতে বিমান বেবিচক কর্মীদের শরীরে ক্যামেরা বসছে
পরবর্তী নিবন্ধনির্বাচনে বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন