বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরীর রহমতগঞ্জস্ত জে এম সেন হলে শ্রী শ্রী শ্যামাপূজা দুই দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ রোববার থেকে শুরু হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, রোববার সন্ধ্যা ৭টায় শ্যামা মায়ের বরণ ও মায়ের শুভ অধিবাস, সোমবার বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন ও সন্ধ্যারতি, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় ‘ভৈরব ব্যান্ড’, রাত ১২টায় শ্যামা মায়ের পূজা। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ অনুরোধ জানিয়েছেন।
প্রবর্তক শিব মন্দির : নগরীর সুগন্ধা ১নং রোডস্থ প্রবর্তক শিব মন্দিরের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী শ্যামাপূজা দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মন্দির প্রাঙ্গণে আজ থেকে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে, মায়ের আবরণ উন্মোচন, অধিবাস, মায়ের পূজা, বলিদান, পুষ্পাঞ্জলি প্রদান, আরতি। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মন্টি চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।