জেএম সেন হলে চারদিনব্যাপী রাস উৎসব শুরু আজ

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদবাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব চারদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ থেকে নগরীর রহমতগঞ্জস্থ জে.এম সেন হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেশ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভক্তি সঙ্গীতাঞ্জলি, লীলা প্রদর্শন, শ্রীকৃষ্ণের রাস পূজা, ষোড়শপ্রহরব্যাপী মহানামযজ্ঞ, মহাপ্রসাদ আস্বাদন।

উক্ত অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকল ভক্তমণ্ডলীদের উপস্থিত থাকার জন্য জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন এবং রাস মহোৎসব উদ্‌যাপন পরিষদের আহবায়ক লায়ন আর.কে দাশ (রুপু) ও সদস্য সচিব লায়ন তপন কান্তি দাশ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি জাফরসহ ২৮৭ আ. লীগ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা
পরবর্তী নিবন্ধজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা