জেএম সেন হলে চারদিনব্যাপী রাস মহোৎসব আজ শুরু

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির আয়োজনে আজ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চারদিন ব্যাপী রাস মহোৎসব স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করা হবে। গতকাল বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য দেন জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। তিনি বলেন, রাসমহোৎসব হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান। জে এম সেন হল প্রাঙ্গণে ৪দিনের কর্মসূচির মধ্যে রয়েছে- সাধু ও বৈষ্ণবদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শনী, ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ।
জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, পরিষদ কর্মকর্তা অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধন ধর, পরেশ চৌধুরী, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, প্রকৌশলী আশুতোষ দাশ, লায়ন তপন কান্তি দাশ, তাপস কুমার নন্দী, হিল্লোল সেন উজ্জ্বল, গৌরহরি দাস ব্রহ্মচারী, মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, ডা. বিধান মিত্র, প্রকৌশলী সুভাষ গুহ, মিথুন মল্লিক, আশীষ চৌধুরী, সলিল গুহ, এস প্রকাশ পাল, মৌসুমী চৌধুরী, ডা. বিদ্যুৎ দাশগুপ্ত, সমীরণ মল্লিক, অনুপম দাশ অপু, প্রকৌশলী তুহিন রায়, রতন রায়, পরিমল দত্ত, লায়ন সন্তোষ কুমার নন্দী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি খালিদ আহসানের প্রদর্শনী ও কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন আজ
পরবর্তী নিবন্ধসিএমপি ট্রাফিকের চার পরিদর্শক পদে রদবদল