জেএমসেন হল ও হাজারী লেইনে বসন্ত উৎসব শুরু আজ

| বৃহস্পতিবার , ৭ এপ্রিল, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

জে এম সেন হলে বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা (চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদ্‌যাপন পরিষদ)। আজ ৭ এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপি চলবে এই উৎসব। আজ মহাষষ্ঠী মাতৃ আহ্বান উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথান্দজী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশনার ড. রাজীব রঞ্জন। এদিকে হাজারী লেইন বাসস্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে হাজারী বাড়ি প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার থেকে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা উপলক্ষে বসন্ত উৎসব ও মিলনমেলা শুরু হচ্ছে। আজ বাসন্তী উৎসবের মহাষষ্ঠীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাসন্তী মায়ের মুখম্মোচন করবেন ভারতীয় দূতাবাস চট্টগ্রামের সহকারী কমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কাউন্সিলর জহরলাল হাজারী।
জে এম সেন হলে ৫ দিনব্যাপি বাসন্তী পূজায় বসন্ত উৎসব ও মিলনমেলায় প্রতিদিন মাতৃপূজা, অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও পরিশীলিত সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষে এক জরুরি সভা বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি দিলীপ কুমার মজুমদার, অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী, প্রাক্তন সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, অ্যাড. চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বিজয় গোপাল বৈষ্ণব, বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, সাগর মিত্র, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল দে, মুনমুন দত্ত প্রমুখ।
পবিত্র রমজান মাসে তিথি অনুযায়ী বাসন্তীপূজা বিধায় অনুষ্ঠান আয়োজনে সম্প্রীতিময় পরিবেশ বজায় রাখার জন্য জেলা-উপজেলার পূজার্থী ও পূজা সংগঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ-চট্টগ্রাম জেলার সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড এক্সপ্রেস ইউএসএ আইএনসির পরিচালনা পর্ষদের সভা
পরবর্তী নিবন্ধরাউজান থেকে শহরমুখী শিক্ষার্থীদের জন্য ফারাজ করিমের ফ্রি বাস সার্ভিস