বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার আয়োজনে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা উৎসব ও মিলন মেলার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও প্রবীর পালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন জেলা পূজা পরিষদের প্রাক্তন সভাপতি অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, জেলা কমিটির সহ–সভাপতি বিপুল কান্তি দত্ত, নিবাস দাশ সাগর, সুনীল কান্তি ঘোষ,অলক মহাজন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক রিমন কান্তি মুহুরী, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল কুমার দে, দীপক তালুকদার, সাগর মিত্র, অমিতাভ দাশ,অনুরুদ্ধ চৌধুরী জয়, রূপক শীল, সুপায়ন সুশীল, কাজল শীল, শেখর দত্ত, শিমুল দাশ, চন্দন কুমার মজুমদার, রাজশ্রী মজুমদার, ওসমিতা দে, অনুপ রক্ষিত, সুভাষ সরকার, এডভোকেট তরুণ কিশোর দেব, বিকাশ মজুমদার, দীলিপ শীল, লিংকন চক্রবর্তী,অপু বৈদ্য, অমিতাভ চৌধুরী, ডা. রিটন দাশ, ডা. রাসেল নন্দী, বরুন আচার্য বলাই, নারায়ন নাথ, বিধান মিত্র, রনজিত কুমার দাশ, রূপম মহাজন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।