করোনা মহামারীতে জুয়েলারি সেক্টরে ভয়াবহ পরিরিস্থিতিতে মানবেতর দিন কাটাচ্ছেন জুয়েলারি ব্যবসায়ী, কর্মচারি ও স্বর্ণশিল্পীরা। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চট্টগ্রাম শাখার সাবেক মহানগর সহ-সভাপতি লায়ন প্রনব সাহার নেতৃত্বে গত ৭ জুলাই শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে বিভিন্ন দাবি জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন বাজুস চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দ। করোনাকালীন সময়ে চট্টগ্রামের স্বর্ণ ব্যাবসায়ীদের রক্ষার্থে চলমান লকডাউনে সকল জুয়েলারি দোকানের সিটি কর্পোরেশন ট্যাক্স, ট্রেড, ডিলিংসসহ সকল ভ্যাট মওকুফ, রেশন কার্ডের ব্যবস্থা এবং প্রশাসনিক জটিলতা বন্ধসহ চট্টগ্রামের জুয়েলারি ব্যাবসায়ীদের রক্ষার্থে প্রধানমন্ত্রীর নিকট প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানান নেতৃবৃন্দ।
এসময় বাজুস নেতা প্রনব সাহা বলেন, দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত জুয়েলারি ব্যবসায়িরা। বাজুসের চট্টগ্রামে প্রায় ৫০০০ স্বর্ণের দোকানের বিপরীতে ১৫০০০ হাজারের অধিক কর্মচারী, ১২০০০ হাজার স্বর্ণশিল্পী জিবিকা নির্বাহ করে। এখন পর্যন্ত জুয়েলারি কর্মচারী ও স্বর্ণশিল্পীদের সরকারের পক্ষ থেকে কোন ত্রাণ সহায়তা পায়নি।
সৌজন্য সাক্ষাতকালে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বাজুস চট্টগ্রাম শাখার যৌক্তিক দাবি পূরণের বিষয়টি বিবেচনা করে পাশে থাকার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।












