ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা থেকে বের হওয়া জশনে জুলুসের জন্য যানবাহন চলাচলে সিএমপির পক্ষ থেকে এক নির্দেশনা জারি করা হয়েছে। এ বিষয়ে সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের ইন্সপেক্টর (প্রসিকিউশন) অনিল বিকাশ চাকমা আজাদীকে জানান, আগামী ৯ অক্টোবর রোববার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) জশনে জুলুস যথাযথ মর্যাদায় উদযাপনকালীন বিপুল সংখ্যক লোকের সমাগমে র্যালিটি জামেয়া মাদরাসা থেকে বিবির হাট, মুরাদপুর, মির্জারপুল, কাতালগঞ্জ হয়ে অলি খাঁ মোড়-গণি বেকারি মোড়-জামালখান মোড়-আসকারদীঘির পাড়-কাজির দেউড়ি মোড়-আলমাস মোড়-ওয়াসা মোড় হয়ে জিইসি-মুরাদপুর জামেয়া মাঠে শেষ হবে। এ কারণে নির্দিষ্ট মোড় ও স্থানগুলোতে ৯ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত র্যালি অভিমুখী সড়কে সকল যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরো জানান, জশ্নে জুলুস র্যালি চলাকালে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অলিখাঁ মসজিদ রোডের মুখ, তেলিপট্টি মোড়, চকবাজার থানা রোডের মুখ, সিজিএস স্কুল মোড়, প্যারেড কর্ণার, গণি বেকারি মোড়, জামালখান মোড়, নুর আহাম্মদ সড়কের মুখ, স্টেডিয়াম গোল চত্ত্বর, আলমাস সিনেমা মোড়, এসএইচ খান ফিলিং স্টেশন, পল্টন রোডের মুখ এবং শিল্পকলা একাডেমী রোডের মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে উক্ত সময়ে র্যালি অভিমুখে সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।












