চট্টগ্রামে জশনে জুলুসে যাওয়ার পথে আনোয়ারা উপজেলার আব্দুল জলিল (৫৫) নামে এক বৃদ্ধ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শনিবার দুপুরে মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিল উপজেলার হাইলধর রহিম মেম্বারের বাড়ির মৃত আহমদুর রহমানের পুত্র। জানা গেছে, দুর্ঘটনায় আহত হওয়ার পর আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করার পর সেখানেই তার মৃত্যু হয়। গতকাল রবিবার সকাল ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।