জুলাই সনদ স্বাক্ষরের পর নভেম্বরেই গণভোট চায় জামায়াত

| বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

জুলাই সনদ স্বাক্ষরের পর নভেম্বরে গণভোট আয়োজন করার দাবি জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তুলে ধরেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ বলেছেন, গণভোট জাতির একটা ম্যান্ডেট পাওয়ার মাধ্যম। এটাকে কোনো অবস্থায় বিলম্ব করার সুযোগ নেই। জুলাই সনদ স্বাক্ষরের পর নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। খবর বিডিনিউজের।

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে অনিশ্চয়তা কাটাতে গতকাল সন্ধ্যায় রাজনৈতিক দল ও জোটের নেতাদের নিয়ে এই জরুরি বৈঠকে বসেন ঐকমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ তৈরির ক্ষেত্রে ঐকমত্য কমিশন ও দলের আলোচনার কথা তুলে ধরে মতিউর রহমান আকন্দ বলেন, আমি মনে করিম মতের পার্থক্য অনেক ক্ষেত্রে ঐক্যকে সুদৃঢ় করে। যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে সেটা শ্রদ্ধা করি। নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ঐকমত্যের মাধ্যমে। এ সনদ তৈরির ক্ষেত্রে জাতীয় দলগুলো পাশাপাশি বসে আলোচনা করেছে। পরস্পরের প্রতি যাদের বিশ্বাস নেই, তারাও একসাথে বসেছে। এটা ঐতিহাসিক ঘটনা হিসেবে থাকবে। জনগণের কাছে আমাদের ফিরে যেতে হবে। আজ বলবজুলাই সনদ তৈরির ক্ষেত্রে যেসব পয়েন্টে আমরা একমত হয়েছি সেগুলো নিয়ে সনদে স্বাক্ষর করতে যাচ্ছি। এ সনদ স্বাক্ষরের পর আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের কথা বলা হয়েছে, আমার দলের স্পষ্ট বক্তব্য ইসিকে পেশ করা হয়েছে।

নভেম্বরেই গণভোট করার দাবি তুলে ধরে মতিউর রহমান আকন্দ বলেন, আমাদের বক্তব্য হচ্ছেনভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এর ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করতে হবে। আশা করি, জাতির সে অপেক্ষায় রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকিছু বিষয়ে অস্পষ্টতার কারণে শেষ মুহূর্তে সংশয় তৈরি হয়েছে : আখতার
পরবর্তী নিবন্ধপ্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক আমরা চাই না : সালাউদ্দিন