জুলাই সনদ পাস হলে ’৭১ মুছে যাবে না : আলী রীয়াজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, একটি মহল অপপ্রচার চালাচ্ছে যে, জুলাই সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ মুছে যাবে, বিসমিল্লাহ থাকবে নাএসব কথা ঠিক নয়। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে।

আলী রীয়াজ বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এদেশে কি যে নিপীড়নমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল তার সবচেয়ে বড় সাক্ষী আপনারা।

গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ভাবে মামলার শিকার হওয়া এসব কিছুরই আপনারা কেবল সাক্ষী নন, ভুক্তভোগীও বটে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অকাতরে প্রাণ দিয়েছেন। কেউ মারাত্মকভাবে আহত হয়েছেন, কেউ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা যেন সেটা ভুলে না যাই। তিনি বলেন, দেশের বেশির ভাগ মানুষ তরুণ, তারা কোনদিন গণভোট দেখেনি। এবারকার গণভোট তাদের জন্য প্রথমবার। রাষ্ট্রের ভিত্তি কেমন হবে বা কি থাকবে তারই দলিল হচ্ছে জুলাই জাতীয় সনদ এবং সেই জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই এ গণভোট। তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, আপনারা যেহেতু সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি, আপনাদের কাছে অনেকেই প্রশ্ন করবে গণভোট কি? তাদের বলবেন, গণভোট হচ্ছে হ্যাঁনা ভোট। প্রশ্ন আসে কিসের হ্যাঁকিসের না? হ্যাঁ হচ্ছে আপনি বাংলাদেশের একটা ব্যবস্থাকে বদলে ভবিষ্যতে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করার জন্য আপনার সমর্থন জানাচ্ছেন। তিনি বলেন, কিছু ভিন্নমতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সংবলিত জুলাই সনদ ১৩ কোটি ভোটারের সামনে হাজির করা হচ্ছে। ভোটাররা সম্মতি দিলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা তা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। গণভোটে প্রশ্ন করা হয়েছে আপনি পরিবর্তন চান কিনা। জনগণ হ্যাঁ এর পক্ষে সমর্থন জানালে পরবর্তী সরকার এ সনদ বাস্তবায়ন করবে। না জিতলে আবার ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। সমাজের অভিভাবক হিসেবে আপনাদেরকে এ বিষয়ে জনমত সৃষ্টি করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে, তাদের সমর্থনে ভবিষ্যতে কেউ যেন অতীতের মতো ফ্যাসিস্ট হতে না পারে। বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক সরকার সারোয়ার আলম ও ইমামদের পক্ষে মুফতি হুমায়ুন কবির।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সূচি প্রকাশ
পরবর্তী নিবন্ধচবি ভিসি-প্রোভিসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের