জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে, অভিযোগ নাহিদের

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৫:৫৬ পূর্বাহ্ণ

জুলাই সনদ নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টিএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার। কেউ কেউ আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টা করছে। ভাবতে হবে, আওয়ামী লীগ হল ভারতের দল। তাই জুলাই অভ্যুত্থানের পর তারা ভারতে পালিয়েছে। রাজশাহী বিভাগীয় পদযাত্রা কর্মসূচির প্রথম দিন গতকাল শনিবার বগুড়ায় পথসভায় তিনি এসব কথা বলেন। খবর বিডিনিউজের।

দুপুর ১২টার পর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পদযাত্রাটি শুরু হয়। শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট সাতমাথায় এসে তা শেষ হয়। পরে সেখানে মুক্তমঞ্চে পথসভার আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লব উপলক্ষে জুলাই পদযাত্রা জেলা থেকে জেলায় ছড়িয়ে দেওয়া হবে। বগুড়ার প্রশাসন এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে এমন অভিযোগ করে তিনি বলেন, বগুড়া ছিল বৈষম্যের স্বীকার, উন্নয়নের ক্ষেত্রে সেই বৈষম্য দূর করে বগুড়াকে এগিয়ে নিয়ে যেতে হবে।

৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘জুলাই সনদ’ এর ঘোষণা দেওয়া হবে জানিয়ে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বিচার, সংস্কার ও নুতন সংবিধান করতে হবে। মৌলিক সংস্কারের অধিকার নিয়ে বাংলাদেশের ঘোষণাপত্র আমরা দেব। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ থাকবে না। বগুড়া থেকেই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার শপথ নিয়ে আমরা পদযাত্রা শুরু করেছি।

পদযাত্রা শেষে এনসিপির নেতারা জয়পুরহাটের দিকে গাড়িবহর নিয়ে রওনা হন। এনসিপির বগুড়া জেলার আহ্বায়ক সাকিব মাহাদীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

পূর্ববর্তী নিবন্ধ২৪ কিমি সড়কের ৩৭ পয়েন্টে ভাঙন
পরবর্তী নিবন্ধজাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না, হেফাজতের হুঁশিয়ারি