জুলাই সনদের খসড়া বিষয়ে বিএনপি ইতিবাচক : সালাহউদ্দিন

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রস্তাবিত র‌্যাংক পদ্ধতির পরিবর্তে বিষয়টি সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে চায় বিএনপি। এছাড়া সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নির্বাহী আইনের মাধ্যমে করার পক্ষে অবস্থান নিয়েছে দলটি। নারী সংরক্ষিত আসন ও জুলাই সনদের খসড়া সম্পর্কেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২১তম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি সংসদকেই সমাধানের জায়গা ভাবছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের নীতিগত ঐকমত্য থাকলেও প্রক্রিয়া নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। প্রস্তাবিত র‌্যাংক পদ্ধতির বদলে আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসুক। এতে করে নাগরিক সমাজও মতামত দিতে পারবে, সভাসেমিনার আয়োজন হবে এবং বিষয়টি গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের দিকে যাবে। খবর বাংলানিউজের।

তিনি বলেন, যদি সংসদীয় আলোচনার মাধ্যমেও সমাধান না আসে, তাহলে বিএনপি ত্রয়োদশ সংশোধনীর কাঠামো অনুসরণের পক্ষে। তবে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ থাকবে না। বিএনপি চায় নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশনসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ নির্বাহী আইনের মাধ্যমে হোক। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা সংবিধানকে আর ভারী করতে চাই না। নির্বাহী আইনের মাধ্যমে নিয়োগ হলে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে এবং প্রশাসনের ওপর রাজনৈতিক প্রভাব কমে আসবে। তিনি আরো বলেন, গুড গভর্নেন্স নিশ্চিত করতে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে বিশ্বাস করি। এক প্রতিষ্ঠানের ওপর অন্যটির অনাকাঙ্ক্ষিত প্রভাব ঠেকাতে এই ব্যবস্থা কার্যকর হবে।

বিএনপি জুলাই সনদের খসড়াকে সামগ্রিকভাবে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যেসব নীতিগত প্রতিশ্রুতি এতে রয়েছে, সেগুলোর সঙ্গে আমরা একমত। ভাষাগত বা শব্দগত কোনো সংশোধন প্রস্তাব থাকলে আমরা দেব। বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমাও আমাদের কাছে গ্রহণযোগ্য।

প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছে। এটি এখন অনেকেই গ্রহণ করেছে। নারী ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০০ করার প্রস্তাব দিয়েছে, তবে তা আগের মতোই আনুপাতিক ভিত্তিতে নির্ধারণ করার পক্ষেই দলটির মত বলে জানিয়েছেন সালাহউদ্দিন।

ন্যায়পাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৮০ ও ২০০৫ সালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। জাতীয় সনদে ন্যায়পালের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এর জন্য আলাদা সচিবালয় গঠনের প্রয়োজন রয়েছে, যা অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধজুলাই সনদের খসড়া অসম্পূর্ণ, কিছু অংশ বিপজ্জনক : জামায়াত
পরবর্তী নিবন্ধ৮ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা বিএনপির