জুলাই সনদের ওপর নির্ভর করবে নির্বাচন : প্রেস সচিব

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

জাতীয় নির্বাচন কবে হবে তা জুলাই সনদের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন অন্তর্বরর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই সনদের ওপর নির্ভর করবে আমাদের নির্বাচনটা কবে হবে। শফিকুল আলম আরও বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে আমরা হয়তো কিছু সুপারিশ বাস্তবায়ন করতে পারব। আর পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিগুলো বাস্তবায়ন করবে। খবর বাসসের।

গতকাল শনিবার বিকেল তিনটায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। জুলাই সনদের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পুঙ্খানুপুক্সখভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, আমাদের আশা থাকবে সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। এটাই হবে জুলাই সনদ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কিশোরীর ‘আত্মহত্যা’
পরবর্তী নিবন্ধপলিথিনের বিকল্প ব্যাগ তৈরি করতে পারে আমিন জুট মিলস