বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, কক্সবাজার বিশ্বব্যাপী জনপ্রিয় এবং সুপরিচিত একটি জনপদ। এই জনপদের সার্বিক উন্নতি, নিরাপত্তা ও সুরক্ষা নির্ভর করবে সৎ, দুর্নীতি–চাঁদাবাজমুক্ত এবং তরুণ ও উদ্যমী নেতৃত্ব। শহিদুল আলম বাহাদুরই হতে পারে কক্সবাজার ৩ আসনের প্রকৃত ও যোগ্য নেতৃত্ব। মাসের পর মাস রাজনৈতিক দলগুলো বসে যে জুলাই সনদ তৈরি করেছে প্রধান উপদেষ্টা সেই সনদের আইনি স্বীকৃতি না দিলে দেশ আবারো পুরানো কাঠামোতে ফিরে যাবে। দেশবাসী যা কখনো প্রত্যাশা করে না।
গত ৫ নভেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও) সংসদীয় আসনের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার–৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম, সাবেক এমপি ও চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলাওয়ার হোসাইন, জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম। বক্তব্য দেন, কক্সবাজার সদর উপজেলা আমির অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা আমির ফয়জুল্লাহ মু. হাসান, ঈদগাঁও উপজেলা আমির মাওলানা সেলিম উল্লাহ জিহাদী, কক্সবাজার শহর নায়েবে আমির কফিল উদ্দিন চৌধুরী এবং রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন। উদ্বোধনী বক্তব্য দেন, ব্যাংকার শাহজাহান মনির। সঞ্চালনা করেন আব্দুল হান্নান। প্রেস বিজ্ঞপ্তি।












