জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:০৩ পূর্বাহ্ণ

জুলাইআগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি গোল্ডকাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্ট গতকাল বৃহষ্পতিবার ছানোয়ারা মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ্‌। টুর্নামেন্টের আহবায়ক আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ্‌ চৌধুরী ও রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ তাইরুন, টুর্নামেন্ট কমিটির সদস্য ইলিয়াস সজীব, সালমান ফাহিম প্রমুখ। উদ্বোধনী খেলায় অনির্বান স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে হামিদুর রহমান ক্রিকেটার একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ফিল্ডিং করে লক্ষীপুরের অনির্বান স্পোর্টিং ক্লাব হামিদুর রহমান ক্রিকেটার একাডেমিকে ১৪.৩ ওভারে মাত্র ৭৩ রানে অলআউট করে দেয়। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন ওপেনিং ব্যাটার মিনহাজ।

জবাবে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী ব্যাটারস সোহাগের আগ্রাসী ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে জয়ে পৌঁছে যায় অনির্বাণ স্পোর্টিং ক্লাব। দলের হয়ে সর্বোচ্চ অপ. ৫৬ রান করে ম্যাচ সেরা হন বিজয়ী দলের রাহুল সোহাগ আদর। দিনের দ্বিতীয় ম্যাচে পোর্ট ফ্যালকনস (২৩৮ রান) ১২৮ রানের বিশাল ব্যবধানে স্পার্টান স্ট্রাইকারকে পরাজিত করে। পোর্ট ফ্যালকনসের অধিনায়ক ওয়াহিদ ১০৭ টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি হাঁকানোর গৌরব অর্জন করেন। দলের পক্ষে কফিল উদ্দিন ৫৬ রান করেন। স্পার্টানের পক্ষে সর্বোচ্চ রান করেন সাহিল এবং ইউসুফ। তারা দুজনেই ৪৬ রান করে সংগ্রহ করেন। ম্যাচ সেরা হন ওয়াহিদ। তার হাতে পুরস্কার তুলে দেন ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের ও কোচ আবু বকর সিদ্দিক।

পূর্ববর্তী নিবন্ধ৭ ওভারের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
পরবর্তী নিবন্ধটিম হোটেলে গিয়ে ফুটবলারদের মনোবল বাড়ানোর চেষ্টা বাফুফে সভাপতির