জুলাই শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় শোক আজ

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার, ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। খবর বাংলানিউজের।

এদিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এতে আরও বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য আজ বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএনবিআর আন্দোলনে বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, ১৪ কর্মকর্তা বরখাস্ত
পরবর্তী নিবন্ধ১৬ জুলাই : আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে ক্ষোভের বিস্ফোরণ