জুলাই শহীদের ভাই মুহিবের খোঁজ নিলেন জোবাইরুল আরিফ

ছাত্রলীগের হামলায় আহত

| বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগড়ায় ছাত্রলীগের হামলায় আহত জুলাই অভ্যুত্থানের শহীদ ইশমামের ভাই মুহিবের খোঁজ নিতে যান চট্টগ্রাম(চান্দগাঁওবোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। গতকাল বুধবার তিনি আহত মুহিবের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে জোবাইরুল আরিফ মুহিবের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সদ্য ইন্তেকাল করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। জোবাইরুল আরিফ বলেন, মুহিবের ভাই ইশমাম একটি ফ্যাসিবাদ ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের স্বপ্নে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সন্ত্রাসী শক্তিগুলো প্রশাসনের নীরব প্রশ্রয়ে এখনো সক্রিয় রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মুহিবকে হামলার শিকার হতে হলো। তিনি আরও বলেন, বাংলাদেশ গতকাল একজন আপসহীন নেত্রীকে হারিয়েছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে আজ মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। তাঁর সংগ্রামী জীবন আগামী দিনের তরুণ রাজনীতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। চিকিৎসকরা আহত মুহিবকে আশঙ্কামুক্ত ঘোষণা দিলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে তিনি লোহাগড়ার নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকমরেড মণি সিংহের স্মরণসভা
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার