দোয়া মাহফিলের মধ্যে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যক্রম শুরু করেছে ছাত্রদল মনোনীত প্যানেল। গতকাল শুক্রবার আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় এই দোয়া মাহফিল। এতে জুলাই–আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করা হয়। দোয়া মাহফিলে চবির ইতিহাস বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শহীদ ফরহাদ হোসেন, হৃদয় চন্দ্র তারুয়া, ওয়াসিম আকরামসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী শাফায়াত হোসেনসহ পূর্ণাঙ্গ প্যানেল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ–সভাপতি জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম–সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও রাজু আহমেদ। এছাড়া চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বর্তমান সভাপতি আলাউদ্দিন মহসিন, সিনিয়র যুগ্ম–সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হওয়া এই কার্যক্রমকে ঘিরে ক্যাম্পাসে ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় মাঠে নামার কথা জানিয়েছেন।