বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জুলাইয়ের তরুণ ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। জুলাইয়ের শহীদদের সেই স্বপ্নকে ধারণ করে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আমরা জুলাইয়ের শহীদদের কখনও ভুলে যাব না।
জামায়াতে ইসলামী সবসময় জুলাইয়ের শহীদদের পরিবারের পাশে থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচি জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাতের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার শহীদ ইশমামের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন জামায়াত নেতৃবৃন্দ।
এই উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন। স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর নজরুল ইসলাম। অতিথি ছিলেন দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, জনসংযোগ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল ও ছাত্রশিবিরের দক্ষিণ জেলা সেক্রেটারি আসহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা আমীর আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যাপক আবুল কালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।