জুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে নাঈম- জনি জুটি চ্যাম্পিয়ন

| রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৩ পূর্বাহ্ণ

জুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নাঈমজনি জুটি। গত শুক্রবার রাতে নগরীর আগ্রাবাদে সামাজিক সংগঠন উদ্যোগ ফাউন্ডেশন আয়োজিত জুলাই শহিদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে নাঈমজনি ও কুতুবশিহাব জুটি হাড্ডাহাড্ডি লড়াই করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফাইনালে ২০ সেটে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় নাঈমজনি জুটি। পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিলেন এ জুটি। এছাড়াও টুর্নামেন্টে রিদুয়ান,নিয়নের দল অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধকন্টিনেন্টাল অনূর্ধ্ব ১৮ ক্রিকেট টুর্নামেন্টে সিসিএ’র শুভসূচনা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের শর্টপিচ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন