চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টায় মাথায় জামিন দিয়েছে আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় অতিরিক্ত জেলা দায়রা জজ–১ এর বিচারক অমিত কুমার দে আসামি সুরভীর জামিন মঞ্জুর করেন বলে গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান। এর আগে দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত সুরভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছিল। খবর বিডিনিউজের।
রিমান্ড আদেশের আগ থেকেই আদালতপাড়ায় ‘অভ্যুত্থানকারী ছাত্র–শ্রমিক–জনতা’র ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় তারা সুরভীর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। অবিলম্বে সুরভীকে মুক্তি না দেওয়া হলে সারাদেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুমকি দেন বিক্ষোভকারীরা। এর মধ্যে বিচারক শুনানি শেষে সুরভীর রিমান্ড মঞ্জুর করেন।
গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা জান্নাত সুরভী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনোরকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’ তখন বিক্ষোভকারীরা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন।
গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে মামলা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।











