জুলাই সনদ স্বাক্ষরের দিন দাবি–দাওয়া অনুষ্ঠান স্থলে হাজির হওয়া জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী হিসেবে মন্তব্য করায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাইতে বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। জুলাই জাতীয় সনদে সই না করা এবং অনুষ্ঠানে যোগ না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। খবর বিডিনিউজের।
নাহিদ বলেন, কিছুক্ষণ আগে আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন সাহেব (সালাহউদ্দিন আহমদ), উনি গতকালের ঘটনায় জুলাই যোদ্ধা, যারা গতকাল (শুক্রবার) আহত হয়েছে, তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদে সই করে দেশের ২৪টি রাজনৈতিক দল ও জোট। এই সনদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার দাবিতে অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন জুলাই যোদ্ধা নামে কয়েকশ ব্যক্তি। পরে পুলিশ পিটিয়ে তাদের বের করে দেয়। এসময় বেশ কয়েকজন জুলাই যোদ্ধা আহত হন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়; আগুন দেওয়ার ঘটনাও ছিল।
পরদিন শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবারের প্রসঙ্গ টানেন সালাহউদ্দিন। তিনি বলেন, যেসব বিশৃঙ্খলা হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তাধীন আছে। দেখা গেছে, এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে মনে করি। আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে। এখানে কোনো সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না।
তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এ রকম বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না। যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না। সেহেতু হয়ত তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল?
পুলিশের হামলায় আহত ব্যক্তিদের জুলাই আন্দোলনে সক্রিয়তা থাকার কথা তুলে ধরে নাহিদ বলেন, আতিকুল গাজী (আতিকুল ইসলাম), যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়। ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক।
ফলে আমাদের আহ্বান থাকবে, তিনি (সালাহউদ্দিন) তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাইবেন এবং তাদের সঙ্গে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন, ইতিহাসটা শুনবেন।
এদিকে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে জাতিকে ধোঁয়াশায় রাখা হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপির পর্যবেক্ষণ, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোঁয়াশায় রাখা হয়েছে। জুলাই সনদে এর আইনি ভিত্তি হিসাবে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ এর কথা উল্লেখিত হয় নাই। আমরা বলেছি, অভ্যুত্থান পরবর্তী যেকোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা’ সম্পর্কিত মৌলিক সত্যের কোনো উল্লেখ নাই।