জুলাই যোদ্ধাদের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হবে

একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকার ১৭ প্রকল্প অনুমোদন বাংলাদেশ বেতার-চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন প্রকল্প অবহিতকরণ চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প অনুমোদন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৭ পূর্বাহ্ণ

রাজধানীর মিরপুরে আহত জুলাই যোদ্ধাদের জন্য ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এ জন্য ১ হাজার ৩৪৪ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এ অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া আরও ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা এবং একনেকএর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রকল্পের শিরোনাম ঢাকার মিরপুর ১ নম্বর সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন২০২৪এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের জন্য ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে এ বছরের জুলাই মাস থেকে ২০২৯ সালের জুন মাস পর্যন্ত। প্রতিটি ভবন হবে ১৪ তলা বিশিষ্ট। এ বিষয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন মাফিক দু’টি প্রকল্পকে আলাদা বাস্তবায়ন সময়সূচিতে রাখা হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারগুলোর জন্য মিরপুর ৯এ ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ ২০২৫ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদে চলবে। তিনি আরো উল্লেখ করেন, দ্বিতীয় প্রকল্পমিরপুর সেকশন ১৪ নম্বরে ‘৩৬ জুলাই’ আবাসিক কমপ্লেঙ নির্মাণ, যা আন্দোলনে নিহতদের পরিবারগুলোর জন্য হবে। এর নির্মাণ কাজ ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।

একনেক সভায় অনুমোদিত ১৭টি প্রকল্প হলোকৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, . চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ২. মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, . ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ, মোবারকপুর ডিপ১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ) খনন প্রকল্প ২. সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩ টি প্রকল্প, . ঢাকার মিরপুর ৯ নং সেকশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন২০২৪ এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প ২. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন২৪ এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের নিমিত্ত জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প ৩. বাংলাদেশ সচিবালয়, পরিবহনপুল, মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যমান বৈদ্যুতিকযান্ত্রিক ও অগ্নি সরঞ্জামাদির আধুনিকায়ন প্রকল্প। সেতু মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ১. ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন) (৩য় সংশোধিত) প্রকল্প ২. সিরাজগঞ্জ সড়ক বিভাগাধীন সিরাজগঞ্জরায়গঞ্জ (চান্দাইকোনা) (জেড৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট (এনজিআরইউডিপি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন) প্রকল্প, অর্থ মন্ত্রণালয়ের জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) (দ্বিতীয় পর্যায়) অনুমোদিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০ তলা ভিতে ১০ তলা) ও অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প ১. ক্লাইমেট রেসপন্সিব রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস ইমপ্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেন্দেনিং প্রজেক্ট ফর রেজাল্ট প্রকল্প, . এস্টাবলিস্টমেন্ট অব এসেনশিয়াল বায়োটেক অ্যান্ড রিচার্জ সেন্টার মুন্সিগঞ্জ প্রকল্প, . স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টসংস্থাসমূহের অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়াও পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো . বাংলাদেশ বেতারচট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সমপ্রচার যন্ত্রপাতি স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ২. কুমিল্লা জেলাস্থ মুরাদনগর উপজেলায় বিদ্যমান মিনি স্টেডিয়াম উন্নয়ন, নোয়াখালী জেলাস্থ সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন এবং মাগুরা জেলা স্টেডিয়াম কমপ্লেঙে ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প ৩. দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট৩য় পর্যায়) (২য় সংশোধিত) . খুলনা পাবলিক কলেজ, বয়রা, খালিশপুরের অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৫. ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিজ (৩য় সংশোধিত) প্রকল্প ৬. ঢাকা, মাদারীপুর ও রংপুর জেলার ৩টি কলেজের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প ৭. শহীদ মো. সামিদ হোসেন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, মুক্তাগাছা, ময়মনসিংহ (১ম সংশোধিত) . নোয়াখালী জেলাস্থ শহীদ ভুলু স্টেডিয়ামের অধিদপ্তর উন্নয়ন প্রকল্প ৯. বিয়াম ফাউন্ডেশনের আওতায় প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ১০. কঙবাজার জেলার বাংলাদেশমিয়ানমারের সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোন্ডারসসমূহের (৬৭/, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত) ১১, জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ১২. গাজীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) ১৩. পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ ১৪. চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নবাব খাল, নয়াগোল খাল এবং রেলওয়ের বড়ো পিট খনন/পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ১৫. দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)

পূর্ববর্তী নিবন্ধডায়াবেটিস ‘হটস্পটে’ বাংলাদেশ বিশ্বে ৭ম
পরবর্তী নিবন্ধ৭৮৬