জুলাই মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে অ্যাটকিনসন-সুন্দার-ক্যাসেল

স্পোর্টস ডেস্ক  | মঙ্গলবার , ৬ আগস্ট, ২০২৪ at ৭:২৫ পূর্বাহ্ণ

ওয়ানডে অভিষেকে ইতিহাস গড়ে ক্যারিয়ারের শুরুতেই দারুণ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা জেগেছে চার্লি ক্যাসেলের। আইসিসির প্লেয়ার অব দা মান্থপুরস্কারের মনোনয়ন পেয়েছেন স্কটল্যান্ডের এই পেসার। জুলাই মাসের সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন ওয়াশিংটন সুন্দার ও গাস অ্যাটকিনসন। গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম গতকাল সোমবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাআইসিসি। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু এবং ভারতের স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। গত মাসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ২ ম্যাচে বিশ্বের প্রথম বোলার হিসেবে ওয়ানডে অভিষেকে ৭ উইকেট নেন ক্যাসেল। ডান্ডিতে ওমানের বিপক্ষে স্রেফ ৫.৪ ওভার বোলিং করেই তিনি ৭ উইকেট শিকার করেন ২১ রানে । ওয়ানডে অভিষেকে যা সেরা। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজে আলো ছড়ান ইংল্যান্ডের পেসার অ্যাটকিনস। তিন ম্যাচের সিরিজে তার শিকার ২২ উইকেট। এর মধ্যে লর্ডসে অভিষেক ম্যাচেই নেন ১২টি। ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেকে যা দ্বিতীয় সেরা। টিটোয়েন্টি বিশ্বকাপ শেষে জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় সারির ভারতীয় দলের হয়ে দারুণ পারফর্ম করেন সুন্দার। পাঁচ টিটোয়েন্টিতে তার শিকার ৮ উইকেট। জেতেন সিরিজ সেরার পুরস্কার। পরে শ্রীলঙ্কা সফরের তিন টিটোয়েন্টিতেও সামর্থ্যের ছাপ রাখেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধচলে গেলেন ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাব ক্রীড়া উপ-কমিটির সভা অনুষ্ঠিত