সাতকানিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাঞ্চনার ছাত্র জনতার সেচ্ছাসেবী ও জনকল্যাণমুখী সংগঠন ‘আমাদের কাঞ্চনা’র উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সাতকানিয়ার কাঞ্চনায় এই আয়োজন করা হয়। র্যালিটি বিকেলে মধ্য কাঞ্চনা স’মিল মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলায় গিয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে আলোচনা সভা। পরে জুলাই প্রদর্শনী, জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, জুলাই আহতদের সম্মাননা ও জুলাই বিপ্লবে নিহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুলাই বিপ্লব স্মরণে র্যালিতে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম চৌধুরী, এডভোকেট শাহ জাহান, শাহাদাত হোসেন, খন্দকার নজরুল ইসলাম, সরওয়ার কামাল, ওসমান গণীসহ সর্বস্তরের জনসাধারণ।
জুলাই প্রদর্শনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী শাহেদ মুহিবুল্লাহ শাহেদের সঞ্চালনায় ও সাতকানিয়া উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও এ কে বি সি ঘোষ ইনিস্টিউটের এডহক কমিটির সভাপতি মাষ্টার আব্দুস সোবহান, কাঞ্চনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমদ, ঢাকা শিল্পাঞ্চল থানার জামায়াতের আমীর কলিমুল্লাহ, কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোসাইন, প্রফেসর নাজিম উদ্দীন, দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তারা মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।