জুলাই বিপ্লবে চট্টগ্রামের প্রথম শহীদ: ওয়াসিম আকরাম

কানিজ ফাতেমা নূরী | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

১৬ জুলাই, চট্টগ্রাম মহানগরীর ১৬ শহর স্টেশনে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই মিছিলে ছিল অগণিত স্বপ্নবাজ তরুণতরুণী তাদেরই একজন ছিলেন ওয়াসিম আকরাম।

কিন্তু হঠাৎ করেই ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা হামলে পড়ে নিরস্ত্র ছাত্রজনতার ওপর। মুহূর্তেই বিক্ষোভের ময়দান রূপ নেয় রক্তাক্ত নরকে। গুলিবিদ্ধ হন ওয়াসিম আকরাম, প্রথমে আহত পরে সন্ত্রাসীরা তার কাছাকাছি এসে নির্মমভাবে ছুরিকাঘাত করে নিশ্চিত করে তার মৃত্য। মৃত্যুর মাত্র ১৬ ঘণ্টা আগে ওয়াসিম লিখেছিলেন একটি ফেসবুক স্ট্যাটাস: ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহীদ হব।’ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন স্বপ্ন ছিল ইউরোপে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণের, বিশ্ব দেখার। কিন্তু তার আগেই তিনি জীবন দিয়েছেন দেশের জন্য। তার হৃদয়ে ছিল একটি স্বপ্ন একটি বৈষম্যহীন, সুবিচারপূর্ণ বাংলাদেশ।

ওয়াসিম আকরাম আজ আর নেই, কিন্তু তার রক্তে লেখা প্রতিবাদের ইতিহাস চিরকাল বেঁচে থাকবে। তার নাম লেখা থাকবে এই জাতির পরিবর্তনের ইতিহাসে একজন সাহসী শহীদ, যিনি জীবন দিয়ে দেখিয়ে গেছেন কীভাবে স্বপ্নের জন্য লড়তে হয়।

পূর্ববর্তী নিবন্ধশ্রাবণ মাসে
পরবর্তী নিবন্ধআমার সন্তান যেন থাকে নিরাপদে