জুলাই বিপ্লবে নিহত শহীদ ওয়াসিম আকরামের পিতা শফি আলম এবং আহত জুলাই যোদ্ধা জুনাইদ খান রাহাতের হাতে গ ০৮ ডিসেম্বর বিশেষ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস ঐক্য পরিষদ। পরিষদের পক্ষে আহ্বায়ক এস এম সাইফুল আলম অনুদানের চেক প্রদান করেন। এ সময় পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বহু ছাত্র–জনতা পুলিশের গুলিতে প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ না থাকলে ফ্যাসিস্ট শাসনের অবসান সম্ভব হতো না। তিনি আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসায় সমাজের সচ্ছল ও মানবিক ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আহত জুলাই যোদ্ধা জুনাইদ খান রাহাত বলেন, জুলাই আন্দোলনে দেশের দ্বিতীয় শহীদ ছিলেন চট্টগ্রামের ওয়াসিম আকরাম। এখনও অনেক আহত যোদ্ধা চিকিৎসাধীন রয়েছেন। তিনি জুলাই চেতনাকে ধারণ ও জুলাই শহীদ–আহতদের স্মরণে রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












