প্রথমবারের মতো সরকারি সিটি কলেজ, চট্টগ্রামের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির, সরকারি সিটি কলেজ শাখা। গত ১১ আগস্ট নগরীর স্টেশন রোডে হোটেল সৈকতের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হামেদ হাসান মিশকাত এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। বিশেষ অতিথি ছিলেন ডা. এ কে এম ফজলুল হক এবং ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নবীন শিক্ষার্থীদের মাঝে এই অনুভূতি জাগ্রত করা আমাদের উদ্দেশ্য যে–তোমার পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব রয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের দেশ গঠনের দায়িত্ব আমাদের ওপর। ছাত্রশিবিরের ৯০–৯৫% কার্যক্রম পরিচালিত হয় ছাত্রদের ব্যক্তিত্ব গঠন, দক্ষতা উন্নয়ন এবং উন্নত নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে। শেষে নবীন শিক্ষার্থীদের হাতে ইসলামী সাহিত্য, কলমসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।