জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সহ–সভাপতি অ্যাডভোকেট কানিজ কাউছার চৌধুরীর রিমার সভাপত্বিতে কাজীর দেউড়ি মোড়স্থ কেন্দ্রীয় কমিটির সহ–সভাপতি অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ ও মহানগর জিসাসের সাধারণ সম্পাদক কামাল আহমেদের যৌথ সঞ্চালনায় মানবন্ধন কর্মসূচি গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ–সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন। প্রধান বক্তা ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার, মহানগর বিএনপির যুগ্মআহ্বায়ক মো. কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, মনজুর আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের আহ্বায়ক অ্যাডভোকেট তারিক আহমদ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবীর, অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসাইন, উত্তর জেলা সভাপতি মো. মহিউদ্দীন, দক্ষিণ জেলা সভাপতি জসিম উদ্দীন, আব্দুল্লাহ, দোলন বড়ুয়া, অ্যাডভোকেট লায়লা নুর, অ্যাডভোকেট নাজ আফরীন সিরাজী কাকলী, মহিউদ্দিন, অ্যাডভোকেট ওহিদুল আলম চৌধুরী, মো. ফারুক খান, অ্যাডভোকেট সারভিয়া শাওলীন প্রমুখ।
প্রধান অতিথি মীর হেলাল বলেন, তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী পরিবারকে কঠিন থেকে কঠিনতর ধৈর্যের পরীক্ষা দিয়ে জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র কোনোভাবে বরদাস্ত করা হবে না। জাতীয়তাবাদী পরিবারের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তা বলেন, এদেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।