জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি দিতে নভেম্বরে গণভোট জরুরি

ওলামা সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

ইসলামী মূল্যবোধে দেশকে উজ্জীবিত করতে ওলামায়ে কেরামদের ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বালেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটির আইনী ভিত্তি নিশ্চিত করার লক্ষ্যে নভেম্বরের মধ্যে গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করা জরুরি।

গতকাল শনিবার ওলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওলামা বিভাগ চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মোহাম্মদ ইউনুস ও মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক।

অধ্যক্ষ ড. সাইয়েদ আবু নোমান বলেন, ওলামাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনারা রাষ্ট্রের সূর্য সন্তান। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক জুমায় নির্বাচনের ব্যাপারে দিক নির্দেশনা দিতে হবে। চিকিৎসা ক্ষেত্রে ডা. ফজলুল হকের অবদান অপরিসীম।

সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা মামুনুর রশিদ নুরী, হাফেজ মাওলানা আবু তৈয়ব, মুহাদ্দিস আহমদুর রহমান নদভী, মাওলানা সলিমুল্লাহ হাবিবী, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা মো. ফরিদ উদ্দিন, আমির আমির হোসাইন প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইলিয়াস আজম। সঞ্চালনা করেন মাওলানা মোহসেন আল হোসাইনী ও মাওলানা মুহাম্মদ ফেরদৌস। কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে
পরবর্তী নিবন্ধরিডার্স স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা