জুলাই জাগরণ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:২৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুলাই জাগরণ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় মিছিল সফল করার লক্ষ্যে গতকাল শনিবার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সরওয়ার জামাল নিজাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, মোজাম্মেল হক, মোহাম্মদ শাহাজাহান, মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, আখতারুন্নবী চৌধুরী,শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, মেজবাহ উদ্দীন চৌধুরী,সাইফুল ইসলাম, মো ফরিদুল আলম চৌধুরী, মো. আলমগীর, নাজিম উদ্দিন চৌধুরী, মো.কাসেম মেম্বার,জলিল সওদগর, লোকমান সওদগর,অ্যাডভোকেট আবদুর রহিম, আবদু রহমান, আবদুল মাবুদ, জমির সওদাগর, গফুর সওদাগর, আলমগীর হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং লিজেন্ডের বহুমুখী সেবা প্রদান
পরবর্তী নিবন্ধচবি ১ নম্বর গেইট এলাকায় উদ্বোধন হল গণপাঠাগার