জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য অপরিহার্য

চকরিয়ায় সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য আজ অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে। বিভক্তির রাজনীতি নয়, দেশ গড়ার রাজনীতিই আজ সময়ের দাবি।

বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার সমন্বিত উদ্যোগে গত ১৬ ডিসেম্বর চকরিয়া সরকারি কলেজ ময়দানে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া সরকারি কলেজ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল র‌্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকরিয়া বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। র‌্যালিটি চকরিয়াপেকুয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে মনে করেন বিশ্লেষকরা।

আখতার আহমদের সভাপতিত্বে র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান বক্তা ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়াপেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কঙবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির মো. আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমির মাওলানা ফরিদুল আলম।

বক্তব্য দেন, ছাত্রশিবির কঙবাজার জেলা সভাপতি আবদুর রহিম নূরী, মাওলানা ছাবের আহমদ, মাওলানা মোজাম্মেল হক, আরিফুর রহমান চৌধুরী মানিক ও সরফরাজ আল নেওয়াজ। সমাবেশে সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন ও পেকুয়া উপজেলা সেক্রেটারি ডা. নুরুল কবির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজী গোলাম আহাদ সড়কের নামকরণ ফলক উন্মোচন
পরবর্তী নিবন্ধআহরণ অনলাইন পাঠক সভা