জুলাই ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে যাতে রাজনৈতিক দলের ঐক্যের মাঝে ফাটল না ধরে সেদিকে সতর্ক থাকার পরামর্শ এসেছে বিএনপির তরফে। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে সর্বদলীয় বৈঠকে দলের এমন অবস্থান তুলে ধরার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক হয়, যাতে বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল ও সংগঠনের ২৭ জন প্রতিনিধি অংশ নেন। খবর বিডিনিউজের।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে দলগুলোর কাছে পাঠানো ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনা হয়। শুরুতে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা ৬টার দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ঘোষণাপত্র নিয়ে দলটির তরফে কী পরামর্শ ছিল জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশ্ন করেছি যে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আসলেই সাড়ে ৫ মাস পরে কোনো প্রয়োজন ছিল কি না? যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কী? সেগুলো নির্ধারণ করতে হবে। যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে।