আগামী ৫ আগস্ট মঙ্গলবার ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস–২০২৫’ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে চবি ক্যাম্পাসে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, সেমিনার, আলোচনা সভা এবং জাতীয় সংগীত ও জুলাইয়ের গান শীর্ষক সংগীতানুষ্ঠান, মঞ্চনাটক, ডকুমেন্টরি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
মঙ্গলবার বেলা ১১টায় চবি স্মরণ চত্ত্বর হতে প্রশাসনিক ভবন পর্যন্ত বিজয় র্যালি এবং দুপুর ২টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেমিনারের মূল প্রবন্ধের শিরোনাম ‘১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ : আমাদের বিজয়গাঁথা, আমাদের অহংকার।’ মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত থাকবেন চবি অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিকাল ৫টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানসমূহে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।